মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শনে রিহ্যাব নেতৃবৃন্দ

| রবিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ অপরাহ্ণ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শনিবার দুপুরে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি রিহ্যাব এর আর্থিক সহায়তায় আকবরশাহ থানার লেকসিটি আবাসিক এলাকায় স্থিত মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শন করা হয়েছে।

এসময় খতমে কুরআন, দোয়া-মাহফিল ও জোহরের নামাজ আদায় এর পর এতিমখানার ছাত্রদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান। দোয়া মাহফিলে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা