বাংলাদেশ টেলিভিশনের শিশু–কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন কুঁড়ির চট্টগ্রাম আঞ্চলিক ও বিভাগীয় বাছাইয়ের প্রস্তুতি নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অডিশন কমিটির সদস্য সচিব ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক উম্মে হাবিবা দীনাসহ চট্টগ্রামের সিনিয়র সঙ্গীত, নাট্য, নৃত্য ও আবৃত্তি শিল্পীগোষ্ঠী, পুলিশ সুপারের প্রতিনিধি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমির কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা। সভায় জানানো হয়, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক অডিশন জেলা এবং বিভাগীয় অডিশন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিটিভির জনপ্রিয় এই প্রতিযোগিতার শৈশবের স্মৃতির কথা তুলে ধরেন এবং নতুন কুঁড়ির এবারের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সব রকমের সহায়তার আশ্বাস দেন।
সভায় অডিশন আয়োজন সফল করার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনরা তাদের মতামত ব্যক্ত করেন এবং আলোচনাক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলেই নিজেদের অবস্থান থেকে এই প্রতিযোগিতা সার্থক করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান ও তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশনের শিশু–কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’–২৫’র ১২ টি বিষয়ে অনলাইন ও অফলাইন আবেদন/রেজিস্ট্রেশনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












