বিসিএস জেনারেল এডুকেশন চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে দুপুর ২টার সময় একটি সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র অফিস কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা ইউনিটের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদ সূচনা বক্তব্যের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন সরকারি কলেজ সমূহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইন–শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন একাডেমিক বিষয় মেয়রকে অবহিত করেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে মেয়রকে অবহিত করেন এবং সহযোগিতা কামনা করেন। মেয়র অত্যন্ত আন্তরিকভাবে বিভিন্ন কথা শুনেন এবং উনার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বাযক প্রফেসর জহিরুল হক স্বপন, পটিয়া সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মোঃ নইম উদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক আহমেদ সোবহান, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান এবং ড. আরিফুল আনোয়ার খান, কোষাধ্যক্ষ আজম মো. আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মন্নান, প্রচার সম্পাদক একরামুল হক, নির্বাহী সদস্য শামীম কবির, মোঃ ওসমান, জাহিদ উদ্দিন সুলতান, মো. শহীদুল্লাহ, আফরোজা সুলতানা, মোরশেদ আলম। প্রেস বিজ্ঞপ্তি।











