আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ৩০ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) সভাপতিত্বে ৭ম দিবস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুুর রহমান হাশেমী (মা.জি.আ.)। আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ আতিক উল্লাহর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া বহুমুখি কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছির আল্লামা গাজী শফিউল আলম নিজামী। বক্তব্য রাখেন ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা’র আরবী প্রভাষক হযরত মাওলানা হাফেজ আবদুল হাই আল কাদেরী, অক্সিজেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ অলিউর রহমান আল কাদেরী প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা শাহ্সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) বলেন, রাসুলে পাক্ (সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম)-কে মহান আল্লাহ তায়ালা সম্মান দিয়েছেন। তাঁর দ্বীনকে সকল ধর্মের উপর বিজয়ী করেছেন। তাঁর জন্য মহান আল্লাহ তায়ালাই যথেষ্ট, কোন সৃষ্টির তিনি মুখাপেক্ষী নন; বরং সবাই তাঁর মুখাপেক্ষী। তাঁকে সম্মান করা মহান আল্লাহ তায়ালাকে সম্মান করার নামান্তর। প্রেস বিজ্ঞপ্তি।









