পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা🙂 উদযাপন উপলক্ষে, নূরুন নবী, রাহমাতুল্লিল আলামিনের আদি সৃষ্টি রহস্য থেকে শুরু করে তাঁহার ক্লোদত শরীফ, শুভাগমন বৃত্তান্ত, তাঁহার পার্থিক জীবন, আধ্যাত্মিক জীবন, আছরারী গুণাবলী, নূরানীয়াত, বশরীয়াত, মাজেজা, পরজগত, রূহানীয়াত, শাফায়াত ইত্যাদি প্রতিটি দিক প্রতিটি স্তর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার নাম এবং দরূদ ও ছালাম, প্রেমভক্তি তাজিম প্রদর্শনের বহিঃপ্রকাশের নাম– “সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সাঃ)”।
আল্লাহ পাক জাল্লাশানুহু পবিত্র কোরআনুল কারিমে জগতবাসীকে উদ্দেশ্য করে ফরমাইয়াছেন– “ক্বাদ জায়াকুম মিনাল্লাহে নুরুন”– অর্থ: “নিশ্চয় নিশ্চয় তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে এক টুকরা নূর মোবারক।”
এখানে নূর বলতে আল্লাহ তাঁহার মাহবুবকে বুঝায়েছেন সুতরাং আমার নবীজি নূরুন আলা নূর। এখানে অন্য কোন অর্থ হবে না। মহান রাব্বুল আলামিন তাঁহার মাহবুবকে “সিরাজাম মুনিরা” অর্থ: অতি উজ্জ্বল প্রজ্বলিত আলোক শিখা বলে সম্বোধন করেছেন।
মহান আল্লাহ পাক জাল্লাশানুহু তাহার হাবীবের শান–মান, সর্ব উচ্চ তুলে ধরে বলিয়াছেন “ওয়া রাফানা লাক জিকাক” অর্থঃ হাবীব আমি আপনার প্রশংসা, তারিফ সকলের উপরে তুলে ধরেছি এজন্য আপনি অধিক প্রশংসিত এবং অধিক প্রশংসাকারী। কেউ আপনার প্রশংসা না করলেও চলবে । আমি আপনার জন্যে যথেষ্ট। ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম মদীনায়ে এই গোলামের লক্ষ কোটি, দরূদ ও সালাম জ্ঞাপন করছি। আপনি দয়া করে আমাদের সালাতুচ্ছালাম কবুল করুন। আমীন।
লেখক: সাজ্জাদানশীন, আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফ ।
        











