ঈদে মিলাদুন্নবীর জুলুস

তওফীক্ব ইলাহি | শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

পবিত্র রবিউল আউয়াল মাস আসলে ইসলামের মূলধারার অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা সুন্নী জামায়াতের লোকেরা পুরো চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে থানাভিত্তিক, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক ছোটবড় অনেক জুলুস বের করে থাকেন। আর ১২ই রবিউল আউয়ালে বের করা হয় সর্ববৃহৎ জুলুছ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সংস্থা আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে বের করা হয় এই জুলুছ। প্রায় আশি লক্ষেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম হয় নগরীর কেন্দ্রীয় এই জুলুছে। এই জুলুছ বিশ্বের সবচেয়ে বড় বড় জুলুছগুলোর মধ্যে অন্যতম। গাউসে জামান পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রাহঃ)’র নির্দেশনা অনুসরণে ১৯৭৪ সাল থেকে জামেয়াআঞ্জুমান যে জসনে জুলুছ চট্টগ্রামে শুরু করাহয়। রবিউল আউয়াল মাস আসলেই চট্টগ্রামের প্রায় প্রতিটি পাড়ায়মহল্লায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভাগমণ তথা মিলাদুন্নবী উপলক্ষে বের করা হয় জুলুছ। এই রকম অধিকহারে জুলুছ আর কোথাও হয় না। তাই বিশ্লেষকরা বলে থাকেন, ‘চট্টগ্রাম হলো জুলুছের নগরী। আর জুলুছের আয়োজনের জন্য চট্টগ্রামবাসী প্রশংসার দাবি রাখে। জুলুছের নগরী প্রিয় জন্মভূমি চট্টগ্রাম দীর্ঘজীবী হোক। জুলুছের মাধ্যমেই হোক বিশ্ব দরবারে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধআলাউদ্দিন খাঁ : ধ্রুপদী সঙ্গীতের কিংবদন্তি পুরুষ
পরবর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (দ.): মানবজীবনের শ্রেষ্ঠ প্রেরণা