বায়তুশ শরফে গুণীজন সংবর্ধনা

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে পাঁচদিন ব্যাপী পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানগরীর ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানমালার চতুর্থ দিবস গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব গুণীজন সংবর্ধনা ও বায়তুশ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক, কলামিস্ট ড. মাহমুদুর রহমান বলেন, বায়তুশ শরফের পীরমুর্শেদগণ তাঁদের অসাধারণ প্রজ্ঞা, অতুলনীয় কর্মশক্তি ও চারিত্রিক মাধুর্যতা দ্বারা সমসাময়িক আলেম ওলামাসহ সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

অপর সংবর্ধিত অতিথি দৈনিক যুগান্তর সম্পাদক, নজরুল গবেষক কবি আবদুল হাই শিকদার বঙ্গদেশে ইসলাম প্রচারে ও প্রসারে পীরআউলিয়াদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, তাঁরা শুধু ইসলাম প্রচার করেই ক্ষান্ত থাকেননি, মসজিদখানকা প্রতিষ্ঠার পাশাপাশি তারা নানান জনহিতকর কার্যেও জড়িত ছিলেন। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা. জি.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অপর দুই সংবর্ধিত অতিথি হলেনরাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, জবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল।

সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা. জি.) বলেন, দেশে জ্ঞানীর সংখ্যা বাড়লেও গুণীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য অশনিসঙ্কেত। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল ও পাঁচদিন ব্যাপী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য দেন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন। সমাপনী দিবস আজ শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে আজিমুশশান ওয়াজ মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাকে নালিশ দেয়ায় মামাকে গুলি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মাঝে যুবদল ও ছাত্রদলের গাছের চারা বিতরণ