সীতাকুণ্ডে সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষিকার

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি ম

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে সাপের কামড়ে গোপা ঘোষ(৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর আলা কুলিপুর গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা পিন্টু কুমার ঘোষের স্ত্রী। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে গোপা ঘোষ বাড়ির পেছনে যান। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে হঠাৎ করে কামড় দিলে তিনি ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে প্রেরণ করে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত গোপা ঘোষ পূর্ব সৈয়দপুর একটি দুর্গা মন্দিরে শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন ওই এলাকার সাবেক ইউপি সদস্য সজল কুমার শীল। এদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, এদিন সন্ধ্যায় সাপের কামড়ে একজন নারীকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমোছাম্মৎ হাসনা মালেক
পরবর্তী নিবন্ধসাবেক এমপি দিদারের ৯৪৮ কোটি টাকা লেনদেন,মামলার পথে দুদক