বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা, পৌরসভা এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ৩টায় সাতকানিয়া রিসোর্ট মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি কেরানীহাট এলাকা প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী দলীয় টি–শার্ট, ক্যাপ, ফেস্টুন, এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক জামাল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












