নগরীর পাঁচলাইশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এমবিএস (মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট) এর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, হামজারবাগ ও মোহাম্মদপুরসহ সন্নিহিত এলাকায় পরিচালিত এ অভিযানে মামলার এজাহারনামীয় আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ ইমাম হোসেন রোহান (১৬), সিয়াম হোসেন সামি (১৫), হেলাল উদ্দিন (১৯), তারেকুর রহমান শাহাদাত (১৭), আহমেদ ইরফান (১৫), মোহাম্মদ রাকিব হাসান (১৬), স্বপ্ন দাশ (১৬), রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) এবং ফাহিম মোমিন (১৭)। এরা প্রত্যেকেই এমবিএস–এর সক্রিয় সদস্য বলেও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কিশোর গ্যাং এমবিএস দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানায়।












