চবিতে পুরোদমে ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর

চলবে সব অ্যাকাডেমিক কার্যক্রম

চবি প্রতিনিধি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

স্থানীয় গ্রামবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘাতের ঘটনায় ৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ে ক্লাসপরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও পরিবহন স্বাভাবিক নিয়মে চলবে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহামদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন জোবরা গ্রামে এক ছাত্রীর ভাড়া বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ওই রাতে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে পরদিনও দফায়দফায় চলে। এতে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্যসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। সংঘাতের প্রেক্ষিতে রোববার বিকাল ৪টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে এক অন্য আদেশে বলা হয়েছে, কোনো বিভাগ বা ইনস্টিটিউট শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে পারলে পরীক্ষা আয়োজন করতে পারবে। কিন্তু থমথমে পরিস্থিতির কারণে বুধ ও বৃহস্পতিবার কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হলেও কোনো পরীক্ষা আয়োজন করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধনুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
পরবর্তী নিবন্ধতারেক রহমান ফিরতে চাইলে সহযোগিতা দেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা