নেই কোনো ডিগ্রি, করেন চক্ষু চিকিৎসা

অভিযানে ধরা, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা দিয়ে আসছিলেন রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে রামগড় বাজারের ‘আমজাদ মেডিকেল হলে’ অভিযান চালিয়ে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত রাকিবুল কোনো ধরনের ডিগ্রি ছাড়াই চক্ষু চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোগীদের চক্ষু চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন দণ্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম। তার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নেই। জিজ্ঞাসাবাদে তিনি ডিগ্রি ছাড়াই চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেছেন।

ইউএনও বলেন, অভিযোগ পেয়ে আমজাদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনোরকম ডিগ্রি ছাড়াই চিকিৎসা দেয়ার কথা স্বীকার করেন রাকিবুল ইসলাম। এজন্য তাকে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন মা, আশঙ্কায় শিশু ও স্বামী
পরবর্তী নিবন্ধচকরিয়ায় এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীর বাইক ও টাকা লুট