নগরীর পাঁচলাইশে একটি বিউটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পার্লারের ম্যানেজার ছিলেন। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচলাইশের জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলার নাদিয়া’স মেকওভার নামে একটি পার্লারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় ওয়াশরুমে ঝুলছিল লাশটি। এ সময় তাঁর একটি ডায়েরিতে কয়েক লাইনের একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘ আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই জাস্ট রিল্যাক্স। আমার বাড়িতে আমাকে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসিও। কোনো কাটাছিঁড়া করবে না।’
প্রিয়াঙ্কা বিশ্বাস রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। প্রিয়াঙ্কা বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে নাদিয়া’স মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।
রাউজান প্রতিনিধি জানান, প্রিয়াঙ্কার বাবা সমীর দে বলেছেন, প্রিয়াঙ্কার স্বামীকে নিয়ে তিনি জামালখান এলাকায় চোখের চিকিৎসা করতে গিয়েছিলেন। সেখানে পার্লার থেকে ফোন পান পিংয়ঙ্কা ফাঁসিতে ঝুলে মারা গেছে। গিয়ে দেখেন বাথ রুমে তার মেয়ে ঝুলছে। তার পা ছিল ফ্লোরের সাথে লাগানো।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলইমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পার্লার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।












