বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচদিন ব্যাপী কর্মসূচির ৩য় দিবসে গতকাল বুধবার শানে মোস্তফা (সা.) মাহফিল নগরীর ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.) প্রেরিত হয়েছিলেন নিখিল বিশ্বের নবী হিসেবে। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানবতার মুক্তির দূত হয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছিলেন শান্তির অমোঘ বার্তা।
শানে মোস্তফা মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী শামসুল আলম। প্রধান বক্তা ছিলেন ডা. মুহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে গুণীজন সংবর্ধনা। সংবর্ধিত গুণীরা হলেন –দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, জবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। প্রেস বিজ্ঞপ্তি।












