রোমাঞ্চকর ম্যাচে টাই করে সেমিফাইনালে ফেনী

চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

তীরে এসে তরি ডুবল এবি ব্যাংক চাঁদপুরের। ইস্পাহানী ফেনীর সাথে ডু অর ডাই ম্যাচটি টাই করে সেমিফাইনালে আগেই বাদ পড়ল চাঁদপুর। এই গ্রুপ থেকে গ্রুপ সেরা হয়ে শেষ চারে গেল ফেনী। আগের দিনই চট্টগ্রাম সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল। গতকাল অপেক্ষায় থাকতে হয়েছিল শেষ দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে কোন দল সেমিফাইনালে যাচ্ছে এবং কোন দল হচ্ছে গ্রুপ সেরা। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে চাঁদপুরের সাথে ম্যাচ টাই করে গ্রুপ সেরা হয়েই শেষ চারে গেল ফেনী। ফলে সেমিফাইনালে ফেনি মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্স আপ কুমিল্লার। আর চট্টগ্রাম মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়ার। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেনী এবং চাঁদপুরের ম্যাচটি নাটকীয়ভাবে টাই হয়। ফেনীর করা ১০৫ রানের জবাবে চাঁদপুর ঠিক ১০৫ রান করে। এই টাই এর ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফেনী। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম।

টসে জিতে ব্যাট করতে নামা ফেনী ২ রানে হারায় ২ উইকেট। এরপর শাহরিয়ার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পরের ব্যাটাররা কেবলই আসাযাওয়া করতে থাকে। শেষ দিকে সাজ্জাদ রায়হানের ৪২ বলে ৪৯ রানের উপর ভর করে ১০৫ রান সংগ্রহ করে ফেনী। শাহরিয়ার করেন ২৬ রান। বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চাঁদপুরের পক্ষে ২৮ রানে ৩ উইকেট নেন নুর মোহাম্মদ। ২টি করে উইকেট নিয়েছেন তানভীর এবং রহিম। জবাবে ব্যাট করতে নামা চাঁদপুরও শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কিন্তু ওপেন করতে নেমে একপ্রান্ত ধরে রাখে শাকিল। কিন্তু অপর প্রান্তে ছিল কেবলই আসা যাওয়া। শেষ দিকে গিয়ে বেশ জমে উঠে ম্যাচটি। শেষ বলে জয়ের জন্য যখন এক রান দরকার চাঁদপুরের তখন আউট হয়ে যান তানভীর। ফলে ম্যাচটি টাই হয়ে যায়। আর তাতেই সেমিতে যাওয়ার উল্লাসে মাতে ফেনীর খেলোয়াড় কর্মকর্তারা। দলের পক্ষে শাকিল ৩৩, রাফি ১৫ এবং তানভীর করেন ১৯ রান। ফেনী জেলার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন এয়াছিন এবং সাজ্জাদ রায়হান। ২টি উইকেট নিয়েছেণ সাজ্জাদ হোসাইন। ম্যাচ সেরা হয়েছেন ফেনীর সাজ্জাদ রায়হান। তার হাতে পুরস্কার তুলে দেন এবি ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আফতাব উদ্দিন এবং ইস্পাহানী গ্রুপের জেনারেল ম্যানেজার এবং কোম্পানী সেক্রেটারী আনিসুজ্জামান।

এর আগে একই মাঠে নিয়ম রক্ষার এক ম্যাচে লক্ষীপুরকে ৭ উইকেটে হারিয়েছে নোয়াখালী। টসে হেরে ব্যাট করতে নামা লক্ষীপুর নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহবুব ১৪, নাদিম ১২, বাকি ১৬ এবং আহমেদ শরীফ ২৩ রানে অপরাজিত থাকেন। নোয়াখালীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মুশফিক এবং মোস্তাকিম। জবাবে ব্যাট করতে নামা নোয়াখালী ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ৪৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন শাহাদাত। এছাড়া আলভি ৩৩ এবং মঈনুল করেন ২২ রান। বিজয়ী দলের শাহাদাত হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইস্পাহানী টি লিঃ এর চট্টগ্রাম এরিয়া ম্যানেজার নুর নবী এবং এবি ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসনাইন মাসুদ।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সে লড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়া ৭ উইকেটে কুমিল্লাকে পরাজিত করে গ্রুপ সেরা হয়। প্রথমে ব্যাট করতে নামা কুমিল্লা দ্বিতীয় বলেই উইকেট হারায়। এরপর বলতে গেলে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। ফলে ৮৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে আনোয়ার ২০, রুবেল ১০, নাহিদ ১৫ এবং স্বপন করেন ১৫ রান। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছে খাইরুল, শরীফুল এবং ইসমাইল। জবাবে ব্যাট করতে নামা ব্রাহ্মণবাড়িয়া ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে আশফাক ১৯, খোরশেদ ২০ এবং শরীফুল করেন ৩১ রান। বিজয়ী দলের শরীফুল ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের এডভাইজর ফেরদৌস শাহাদাত।

দিনের আরেক নিয়ম রক্ষার ম্যাচে ক্লিপটন কক্সবাজার ৮ উইকেটে এশিয়ান বান্দরবানকে পরাজিত করে । টসে হেরে ব্যাট করতে নামা বান্দরবান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫০ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন জসিম উদ্দিন। এছাড়া ইমতিয়াজ ১২ এবং ওবায়দুল করেন ১০ রান। কক্সবাজারের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শাহজাহান এবং হুমায়ুন। জবাবে ব্যাট করতে নামা কক্সবাজার ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ৫৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন শাহজাহান।

এছাড়া আজমল হুদা ২৬ এবং হেলাল ১৯ রান করে অপরাজিত থাকেন। বিজয়ী দলের শাহজাহান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ক্লিপটন গ্রুপের ডিরেক্টর আলি হায়দার চৌধুরী। এই ম্যাচ দিয়ে গতকাল শেষ হলো চট্টগ্রাম রিজিওনাল টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এখন বাকি দুটি সেমিফাইনাল এবং ফাইনাল। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধভিয়েতনামে হতাশায় শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধফেইমের ‘বাল্মীকি প্রতিভা’র ১ম মঞ্চায়ন আজ