সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাসসের আলী। এতে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মোজাম্মেল হক। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও রানার আপ কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।
বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্পোর্টস) সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সায়মা সুলতানা ও সদ্য সাবেক হেড ইঞ্জিনিয়ার আবুল হাসান এবং কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড তানজিয়া চৌধুরীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।












