মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু অক্টোবরে

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবসমূহের মধ্যে অংশগ্রহণে আগ্রহী ক্লাবসমূহকে নিয়ে আগামী অক্টোবরে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুসারে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লীগ, ঢাকা ১ম বিভাগ লীগ, চট্টগ্রাম প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লীগের খেলোয়াড়বৃন্দ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন । অর্থাৎ চট্টগ্রাম প্রশাসনিক জেলার বাইরের কোনো খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। সিজেকেএস এর তালিকাভুক্ত ৮৯টি ক্লাবের মধ্যে যেসব ক্লাব এ টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী তাদেরকে স্ব স্ব ক্লাব প্যাডে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে (সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস ক্লাব সমিতির অস্থায়ী কার্যালয়ে এন্ট্রি জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজদের ম্যাচ দিয়ে শুরু হবে আইএল টি-টোয়েন্টি
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মত বিশ্বসেরা ওয়ানডে অল রাউন্ডার সিকান্দার রাজা