বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে দ্বিতীয় বেডস বিতর্ক প্রতিযোগিতা ডিবেটিং ক্লাবের সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ‘Art of Debate শীর্ষক কর্মশালার মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। মূল প্রতিযোগিতা চলে ১ ও ২ সেপ্টেম্বর। এতে অংশ নেয় চারটি হাউস। House of Area, House of Apollo, House Of Artemis এবং House of Athena। শেষে House of Area বিজয়ী হয় এবং House of Apollo রানারআপ হয়। সেরা বিতার্কিকের পুরস্কার পান House of Apollo-এর শিক্ষার্থী অনিশা শিকদার। গত ২ সেপ্টেম্বর ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব। তিনি বলেন, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি হলো চিন্তার বিকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। আমাদের শিক্ষার্থীরা যখন মঞ্চে দাঁড়িয়ে যুক্তি উপস্থাপন করে, তখন তারা কেবল প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টা করে না; বরং তারা নিজেদের চিন্তাশক্তি, গবেষণার মানসিকতা এবং প্রকাশভঙ্গিকে শাণিত করে। আজকের তরুণরা আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। সেই নেতৃত্বের প্রথম শর্ত হলো যুক্তি দিয়ে কথা বলার সক্ষমতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমি আনন্দিত যে আমাদের ইংরেজি বিভাগ ও সার্কেল অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার শিক্ষার্থীদের এমন একটি মঞ্চ তৈরি করে দিয়েছে যেখানে তারা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে।বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার ড. এস. এম. শোয়েভ বলেন,বিতর্ক একটি শক্তিশালী অনুশীলন, যা শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং তাদের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে। ক্লাসরুমে আমরা তাত্ত্বিক শিক্ষা দেই, কিন্তু বিতর্কের মঞ্চ শিক্ষার্থীদের সেই শিক্ষাকে প্রয়োগ করার জায়গা দেয়। এখানে তারা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, তথ্য–উপাত্ত খুঁজে আনে এবং যুক্তি দিয়ে নিজেকে প্রকাশ করতে শেখে।
অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক জিনুফার ইয়াসমিন এবং সহ–সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক আকাশ বড়ুয়া। আয়োজক কমিটির পক্ষ থেকে নওসিম অঞ্জিলা রনি শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












