পাকিস্তানে পৃথক তিন সন্ত্রাসী হামলা,নিহত ২৫

| বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনাসদস্যসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলুচিস্তানের দুই কর্মকর্তা জানান, প্রদেশটির রাজধানী কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশ চলছিল। এ সময় পার্কিং লটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত এবং অনেকে আহত হন। গুরুতর আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। খবর বাংলানিউজের।

এদিকে বেলুচিস্তানে আরেকটি হামলায় আধাসামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। ইরান সীমান্তবর্তী একটি জেলায় বাড়িতে তৈরি বোমা বিস্ফোরণে তারা প্রাণ হারান। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। আর খাইবার পাখতুনখোয়ার বান্নুতে একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদউলমুজাহিদিন পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধশি’র বিরুদ্ধে পুতিন-কিমকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
পরবর্তী নিবন্ধঝাড়ু হাতে বিক্ষোভে ইন্দোনেশিয়ার নারীরা