শরৎ রতি

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

বিদীর্ণ নীল,

যাওয়া হাওয়ায়,

মাঘাশ্রু জলদের বিদায়ী নিনাদ।

ওই যে সাদা,

দুএক টুকরো,

কাতরমায়া আতুর অপবাদ।

কী অগাধ,

মৌন মধুর ভৈরবী,

যাপন আবাদ, আপন আজাদ।

এমন আকুল আধার ভাদ্রাবেশে

কেন মুখ পুড়ার চোখ পুড়ে!

কোন লালসার বর্ষা তান ভালোবেসে!

পূর্ববর্তী নিবন্ধশেষ বিকেলের চিঠি
পরবর্তী নিবন্ধকুয়াশা মাখা ভোর