বিদীর্ণ নীল,
যাওয়া হাওয়ায়,
মাঘাশ্রু জল‘দের বিদায়ী নিনাদ।
ওই যে সাদা,
দু‘ এক টুকরো,
কাতর–মায়া আতুর অপবাদ।
কী অগাধ,
মৌন মধুর ভৈরবী,
যাপন আবাদ, আপন আজাদ।
এমন আকুল আধার ভাদ্রাবেশে
কেন মুখ পুড়ার চোখ পুড়ে!
কোন লালসার বর্ষা তান ভালোবেসে!
মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ
