শেষ বিকেলের চিঠি

দীপান্বিতা পালিত | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

এইসব উপেক্ষা ছেড়ে নদীর ধারে চলে যাব

গুঁড়ো গুঁড়ো ঝরে পড়ব দীর্ঘ সেতুটির উপর।

বেদুইন হবো, আমার চুলের পরাগের রেণু শুকিয়ে আছে

তাকে জোংরি পাহাড়ের মাথায় সূর্যোদয় দেখাব,

আমাকে যারা বলেছে ‘ভালোবাসি’,

বুক খুঁড়ে তুলে এনেছে কৃষ্ণকালো জল!

তাদের জন্য রেখে দেবো অজস্র নাফোটা ফুল।

এইসব ভালোবাসা ছেড়ে

স্নান করব অনন্ত আকাশের নিচে

অদ্ভুত হাওয়া পাক খাবে হৃদয়ের অন্তরালে,

সেদিন আমাকে তুমি খুঁজবে, খুঁজবেই

সেদিন অন্তত বলে যেও…..

ই যে কাজল চোখের মেয়ে

তোমায় আমি ভালোবাসি’

পূর্ববর্তী নিবন্ধঅজিত রায় : স্বাধীন বাংলা বেতারের অন্যতম সংগঠক
পরবর্তী নিবন্ধশরৎ রতি