নগরীর আসকারদীঘি এলাকায় সিএমপির নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ফাঁড়ি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পূর্বের তুলনায় ফুট পেট্রোলিং, মোবাইল পার্টি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও জানান, অনলাইন অপরাধ দমন ও শনাক্তকরণে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট নিরলসভাবে কাজ করছে। নগরবাসীকে দ্রুত পুলিশি সেবা পেতে এবং তথ্য প্রদানের জন্য ‘ঐবষষড় ঈগচ’ অ্যাপস ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির, উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
        
