এ সপ্তাহের শেষ দিকে পূর্ব দিগন্তে পূর্ণচাঁদ উঠবে, যেখানে চাঁদকে খুব বড় ও উজ্জ্বল দেখাবে। সঠিক জায়গায় থাকলে ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ দেখারও সযোগ মিলবে, যেখানে চাঁদ রক্তিম বা লালচে রং ধারণ করে। সেই সন্ধ্যার আকাশে চাঁদ ও শনি গ্রহকেও খুব কাছাকাছি দেখা যাবে, যেন এরা একসঙ্গেই রওনা হয়েছে কোথাও।
আগামী ৭ সেপ্টেম্বর রাত থেকে ভোর পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে রাত ২টা ২৫ মিনিটে শেষ হবে। এর মধ্যে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে স্পষ্ট দেখা যাবে রক্তিম চাঁদ। প্রায় ৮২ মিনিট স্থায়ী এই চন্দ্রগ্রহণ হবে সামপ্রতিক বছরের দীর্ঘতম গ্রহণগুলোর একটি। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি স্পষ্টভাবে দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপে, ফলে বিশ্বের কোটি কোটি মানুষ এই অনবদ্য দৃশ্যের সাক্ষী হবে। বাংলাদেশের প্রায় সব শহর থেকেই আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। ফলে এই চন্দ্রগ্রহণ হবে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, আলোকচিত্রী এবং সাধারণ আকাশপ্রীত মানুষদের জন্য এক বিরল আনন্দঘন মুহূর্ত।
মাসে একবার পূর্ণিমা দেখা যাওয়ার কারণে ইতিহাসে প্রতিটি পূর্ণিমাকে সেই মাসের গুরুত্বপূর্ণ ঘটনা বা প্রকৃতির বড় পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হত বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি পূর্ণিমাকে এক বা একাধিক বিশেষ নামে ডাকা হয়েছে। সেপ্টেম্বর মাসের পূর্ণিমাকে বলা হয় ‘কর্ন মুন’। কারণ এই সময়ে পুরানো দিনে উত্তর আমেরিকায় ভুট্টা বা অন্যান্য ফসল কাটা হত। এ মাসের চাঁদটি সেই ফসল কাটার সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্ন মুন হল সেপ্টেম্বর মাসের পূর্ণিমা। আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ যে রক্তিম বা লাল রং ধারণ করে তাকে ‘ব্লাড মুন’ বলা হয়। সেপ্টেম্বরের পূর্ণিমা বা কর্ন মুনের সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটলে তখনই কর্ন মুন হয়ে যাবে ব্লাড মুন।
রোববারের রাত কেবল পূর্ণিমা বা ব্লাড মুনের জন্যই বিশেষ নয়, বরং আরও চমকপ্রদ হবে। কারণ চাঁদ ও শনি গ্রহ আকাশে খুব কাছাকাছি থাকবে। খালি চোখে শনিকে চাঁদের খুব কাছে এক উজ্জ্বল বিন্দুর মতো দেখাবে। টেলিস্কোপে দেখলে শনির বলয়ও দেখা যেতে পারে। এ ঘটনা খুবই বিরল না হলেও একসঙ্গে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও শনি গ্রহের যোগ–এই তিনটি জিনিস একই রাতে দেখা খুবই বিশেষ এক মুহূর্ত।
শনি থেকে সোম বা ৬ থেকে ৮ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় চাঁদ ও শনি গ্রহ আকাশের একই অংশে দেখা যাবে। এতে করে খালি চোখেই একসঙ্গে কর্ন মুন ও শনি গ্রহের দারুণ সুন্দর এক জুটি দেখা দেবে আকাশে। শনিবার সন্ধ্যায় চাঁদ উঠবে আকাশের দক্ষিণ–পূর্ব দিগন্তে, এ সময় শনি গ্রহটি থাকবে চাঁদের বাঁ দিকে, একটু দূরে, এক উজ্জ্বল বিন্দুর মতো দেখা যাবে শনিকে।