তারুণ্যের উৎসব–২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষে চট্টগ্রামে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহক সেবা পক্ষ শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর চট্টগ্রামে সোনালী ব্যাংকের কালীবাড়ি শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন। ১ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ গ্রাহক সেবা পক্ষ চলবে। সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম সেন্ট্রালের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খোন্দকার মাজহারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার কাজী মো. মফিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম নর্থের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন, চট্টগ্রাম সাউথের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ফোরকান ও প্রধান কার্যালয়ের স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার পালসহ বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত তরুণদের ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা, অর্থ ব্যবস্থাপনা, ঋণ বিনিয়োগ, ডিজিটাল আর্থিক খাত, সাইবার নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়সহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।