বাণিজ্যিক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে সিরিয়া তাদের তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল রপ্তানি করেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি সংশ্লিষ্ট এক কর্মকর্তা। খবর বিডিনিউজের।
১৪ বছর পর এটাই সরকারিভাবে সিরিয়ার প্রথম তেল রপ্তানি, নিষেধাজ্ঞার কারণে এই সময়ের মধ্যে তারা কোনো তেল রপ্তানি করেছিল বলে খবর পাওয়া যায়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১০ সালেও সিরিয়া প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল তেল রপ্তানি করতো। পরের বছর দেশটির ক্ষমতায় থাকা বাশার আল–আসাদের বিরুদ্ধে বিক্ষোভ এবং তার পরবর্তীতে ১৪ বছরের যুদ্ধ সিরিয়ার অর্থনীতি এবং অপরিশোধিত তেল উত্তোলনসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো প্রায় ধ্বংস করে দেয়। গত বছরের ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হলে তার জায়গায় বসা ইসলামি গোষ্ঠী নেতৃত্বাধীন সরকার সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে অঙ্গীকার করে।