নগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। ‘ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে’ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গতকাল বেলা ৩টার দিকে মুরাদপুর থেকে শুরু হয়। পরে ২ নম্বর গেট এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী। এ সময় তানজীর হোসেন জুয়েল বলেন, ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্রদল ছাত্রসমাজের কাছে চুনোপুঁটি ছাড়া আর কিছুই নয়। ছাত্রদলের ইতিহাস হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ, দলীয় কোন্দলে নিজ ভাইকে হত্যা করার ইতিহাস। তাই অন্যদের ব্যাপারে কথা বলার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন। ইব্রাহিম হোসেন রনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষার্থীদের দাবি ছিল, প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কোনো ছাত্র সংগঠনের মদদ নয় বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে সরকার প্রমাণ করতে পারে এ সরকারের অধীনেই একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব।
মোহাম্মদ আলী বলেন, জরিপ করে দেখুন, আপনার আশপাশের মা–বোনদের জিজ্ঞেস করুন, ছাত্রশিবিরের কোনো ভাই ইভটিজিং করে কি না। তারা সহজেই বলে দিবে, বাংলাদেশে এমন কোনো সংগঠন যদি থেকে থাকে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, যারা ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা হলো ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর–এর সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ–এর সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন এবং মহানগর উত্তর–এর সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ।