ইবরাহিমকে বহিষ্কারের কথা ইসিকে মনে করিয়ে দিল কল্যাণ পার্টির নতুন কমিটি

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে বহিষ্কারের পর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে বাদ দিয়ে নতুন কমিটির তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নতুন নেতৃত্ব। নির্বাচন কমিশনইসি সচিবের কাছে লেখা চিঠিতে নতুন কমিটির চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে যথাক্রমে মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের সই রয়েছে। খবর বিডিনিউজের।

ইসির উপসচিব মাহাবুব আলম শাহ বলেন, আমরা চিঠি পেয়েছি। এখন সেটি কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। নতুন নেতৃত্বের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিবএর পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক। এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনকে অবগতির বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, কথিত নতুন কমিটির সদস্যদের বহিষ্কার করা হয়েছিল। তারা এখন নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। ১৬ বছর নিবন্ধন শর্ত অনুসরণ করার কথা তুলে ধরে তিনি বলেন, দলটি ২০০৮, ২০১৮ ও ২০২৪ নির্বাচন করেছে। এখন আমাকে বহিষ্কার করলে তো নিবন্ধনও বাতিল করতে হবে। সেটা তো তারা করবে না, তারা নিবন্ধনও পাবে না। গেল বছর কল্যাণ পার্টির নির্বাহী কমিটির মিটিংয়ে ১০১২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন তারা অবৈধভাবে নামটা অপব্যবহার করছে। নির্বাচন কমিশন কথিত কমিটির কিছু আমলে নেবে না বলে মনে করেন ইবরাহিম।

২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া কল্যাণ পার্টি ২০০৮ সালে হাতঘড়ি প্রতীকে ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কঙবাজার১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

সে নির্বানের আগে ২০২৩ সালের ১০ ডিসেম্বর ইবরাহিমকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করে কল্যাণ পার্টির একাংশ। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। ইবররাহিমকে বহিষ্কার ও নতুন কমিটির বিষয়ে গত বছরের ২২ নভেম্বর ইসিকে এক দফা জানানো হয়েছে।

কোনো অগ্রগতি না হওয়ায় নতুন করে চিঠি দিয়ে কল্যাণ পার্টির বর্তমান দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইসি সচিবকে অনুরোধ করেছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় গুলি ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ