বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের সময়টা দারুণ ব্যস্ততার মধ্যে কাটছে। সামনের বিশ্বকাপকে লক্ষ্য করে প্রস্তুতির সবটুকু সেরে নিচ্ছে বাংলাদেশের যুবারা। তারই অংশ হিসেবেচ এবার নতুন স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। গত রোববার (৩১ আগস্ট) গভীর রাতে দেশ ছাড়ে দলটি। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটি আগামী ৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে। সিরিজের পরবর্তী চার ম্যাচ অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ইতোমধ্যেই অনূর্ধ্ব–১৯ দল তাদের সামর্থ্য দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে স্বাগতিক যুবাদের হারিয়েছে টাইগার যুবারা। এরপর জিম্বাবুয়েতে গিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। এবার ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের দক্ষতা প্রমাণ করতে মুখিয়ে আছে তরুণরা। ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই যেকোন দলের জন্য কঠিন। বাংলাদেশের যুবাদেরও যে কঠিন লড়াই করতে হবে সেটা নিশ্চিত করেই বলা যায়। তারপরও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিক ইংলিশ যুবাদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায়। দলের সাথে রয়েছেন দুই সাবেক জাতীয় ক্রিকেটার। হাবিবুল বাসার সুমন এবং এহছানুল হক সেজান। বাংলাদেশ দলের অধিনায়ক নিজেদের সেরাটা দিয়ে দক্ষিই আফ্রিকা এবং জিম্বাবুয়েতে অর্জিত সাফল্য ধরে রাখতে চায়।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল : জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার। স্ট্যান্ডবাই : আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ।