নারী ক্রিকেটের এগিয়ে চলা এবং অর্থনৈতিক সমতা ও নিরাপত্তার পথে এক মাইলফলক পদক্ষেপের ঘোষণা দিল আইসিসি। এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি থাকছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। আট দলের এই আসরের মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গত উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের চেয়ে যা অবিশ্বাস্যভাবে ২৯৭ শতাংশ বেশি। নিউজিল্যান্ডে ২০২২ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার। ভারতে ১০ দলের ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ১ কোটি মার্কিন ডলার। এবার উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি থাকছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। গতবারের চেয়ে এই অঙ্ক ২৩৯ শতাংশ বেশি। মেয়েদের গত বিশ্বকাপের বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০২৩ ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪০ লাখ মার্কিন ডলার। এবার তাদের চেয়ে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বেশি পাবে মেয়েদের বিজয়ীরা। চ্যাম্পিয়ন দলের মতো অন্যান্য সব ধাপের জন্যও আর্থিক পুরস্কারের পরিমাণ বেড়েছে অনেক।
এবারের রানার্স আপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। গতবারের চেয়ে যা ২৭৩ শতাংশ বেশি। গত আসরের রানার্স আপ ইংল্যান্ডের প্রাপ্তি ছিল ৬ লাখ ডলার। এবার সেমি–ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের প্রাইজমানি হবে ১১ লাখ ২০ হাজার ডলার। আগের আসরে যা ছিল স্রেফ ৩ লাখ ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল এবার পাবে ৭ লাখ ডলার করে, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। এছাড়াও গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অর্থ পুরস্কার থাকছে ৩৪ হাজার ৩১৪ ডলার। শেষ নয় এখানেই। অংশগ্রহণের জন্যই প্রতিটি দল পাবে আড়াই লাখ ডলার করে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নারী ক্রিকেটের সমৃদ্ধি ও পারিশ্রমিকে সাম্যতার কৌশলের পথে এগিয়ে যেতেই প্রাইজমানি বাড়ানোর এই সিদ্ধান্ত।