লিটল এঞ্জেলস গ্রামার স্কুল পরিবেশ সচেতনতা কর্মসূচি পালন উপলক্ষে গতকাল সোমবার স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে। কর্মসূচি উদ্বোধন করেন অধ্যক্ষ রেবেকা নাসরিন। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। অভিভাবকদের বাসার ছাদে, সামনে গাছ লাগানোর অনুরোধ জানান তিনি। শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্কুল প্রাঙ্গণে ওষুধি গাছের চারা রোপণ করেন।
সিনিয়র শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুল কালাম, রাশেদা বেগম, স্বর্ণালী পাল, শাকিলা নূর, তাসলিমা ইয়াসমিন, নুসরাত জামান, আইরিন ফারজানা, খাদিজা বেগম, মনীষা দাস, রওশান আক্তার, সুরাইয়া আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।