চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নতুন জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা৩ এর উপসচিব (প্রশাসন) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেওয়া হয়। অবিলম্বে বদলিকতৃ কর্মস্থলে যোগদান করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. নুরুল ইসলামকে গত ২৫ আগস্ট একটি প্রজ্ঞাপনের মাধ্যমে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধখিড়কির দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা
পরবর্তী নিবন্ধরিহ্যাব রিজিওনাল কমিটি ও পরিবেশ অধিদপ্তর মহানগরের মতবিনিময়