চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন কার্যকরী পরিষদের প্রশিক্ষণ সভা গত ২৯ ও ৩০ আগস্ট কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। সভার শুরুতে বিএএফ শাহীন কলেজের শিক্ষক তাহসিনার মৃত্যুতে সর্বসম্মত শোকপ্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য দেন, সহসভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, যুগ্মসাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, ডা. তারেক আহমেদ এবং মোহাম্মদ শফিউল আলম রানা, মো. রেজাউল করিম রাশেদ, সালাহ উদ্দিন মাহমুদ নিজাম, ইসমাঈল চৌধুরী, স্বরূপ সুপান্থ, মো. মিজানুর রহমান, সদরুল আমিন, মুহিদুল ইসলাম আরকান, মো. রাকিব মাহমুদ ডানা। প্রেস বিজ্ঞপ্তি।