ঢাকার বনানীতে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের মালিকানাধীন একটি হোটেল জব্দ এবং সমবায় ব্যাংকে রাখা তার ৩৩ কোটি টাকা অবরুদ্ধ করার তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গুলশান থানায় করা মানি লন্ডারিংয়ের একটি মামলায় আদালতের আদেশে এই অর্থ অবরুদ্ধ ও সম্পদ জব্দ করার কথা গতকাল সোমবার সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আগে গত ৭ আগস্ট রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং তার ‘স্বার্থসংশ্লিষ্ট’ ব্যক্তিদের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছিল সিআইডি। সেদিন একইসঙ্গে তাদের ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং যমুনা ফিউচার পার্কে এক লাখ বর্গফুটের বাণিজ্যিক জায়গা আদালতের আদেশে জব্দ করার কথাও বলা হয়েছিল।সিআইডি মামলাটি তদন্তের ধারাবাহিকতায় বনানী ১৭ নম্বর রোডে ৬ দশমিক ২ জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সি এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জামানত হিসাবে রাখা ৩৩ কোটি ৮১ লাখ টাকার সন্ধান পায় সিআইডি। পরে আদালতের নির্দেশে সমপ্রতি সিআইডি রাজধানীর ওই হোটেল জব্দ করে এবং ওই অর্থ অবরুদ্ধ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সিআইডি বলছে, রফিকুল রংধনু বিল্ডার্সের নামে ইসলামী ব্যাংকের বারিধারা শাখা থেকে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা থেকে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ নেন।