বাড়ছে কুকুরের আক্রমণ : নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হোক

| মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

২০১২ সালে উচ্চ আদালতের নির্দেশে কুকুর নিধনে নিষেধাজ্ঞার কারণে সারাদেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। পথেঘাটে বর্তমানে এইসব বেওয়ারিশ কুকুরের কামড়ের স্বীকার হচ্ছে বৃদ্ধ, নারী ও স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে প্রতিবছর ২ লক্ষাধিক মানুষ কুকুরের কামড়ের স্বীকার হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় জলাতঙ্ক রোগের স্বীকার হয়ে সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে প্রাকৃতিক নিয়মে ভাদ্র আশ্বিন মাসে কুকুরের প্রজনন ক্ষমতা বাড়ার কারণে স্কুলগামী শিশু শিক্ষার্থীরা কুকুরের আক্রমণের স্বীকার বেশি হচ্ছে।

এমতাবস্থায়, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ ও বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে যেন জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধপ্রমথ চৌধুরী : চলিত গদ্যরীতির প্রবর্তক
পরবর্তী নিবন্ধগণরোষের বিস্তার : ন্যায় বিচারের শূন্যতা ও প্রাসঙ্গিক কথা