কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বালিকা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যানী বড়ুয়া। এসময় উপস্থিত কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন, বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিপুল বড়ুয়াসহ অন্যান্য শিক্ষক মন্ডলী। টুর্নামেন্টে বিজয়ী দলের কোচ ছিলেন আব্দুল রহিম। বিজয়ী দলের খেলোয়াড়রা হলেন অংসাথাই মারমা, অর্নব দত্ত, সামিনুর রহমান, থিংথিংউ মারমা, মো. আইয়াশ, অংছাইউ মারমা, মংসিনু মারমা, মংথুইনিু মারমা, থুইসামং মারমা, ইসংমং মারমা, অংগ্যাইসিং মারমা এবং মো. সকিব হোসেন। আকর্ষণীয় ফুটবল খেলা উপহার দেওয়ায় প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া খেলোয়াড়দের ধন্যবাদ জানান। বিশেষ অতিথি খোরশেদুল আলম কাদেরী ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের পুরস্কৃত করবেন বলে ঘোষণা দেন।