কুমিল্লার মুরাদ নগর থানার আকুবপুর ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমানের সন্তান মো. আরিফ চট্টগ্রামে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার সে চট্টগ্রামের আনোয়ার চাতরি ইউনিয়নের বেলচুরা এলাকা থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আরিফের পিতা আবদুর রহমান।
জিডি সূত্রে জানা যায়, আরিফ কুমিল্লা থেকে গত এক সপ্তাহ আগে আনোয়ারা চাতরি এলাকায় চাচার বাসায় বেড়াতে আসে। গত ২১ আগস্ট সে চাচার বাসা থেকে কুমিল্লার নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু পরে সে আর বাসায় ফিরেনি, তার বাড়িতেও যায়নি। আরিফের পিতা আবদুর রহমান বলেন, আমার ভাইয়ের বাসা থেকে বের হওয়ার সময় ছেলের সঙ্গে মোবাইলে কথা হয়। সে মহানগর গোধূলি ট্রেনে করে কুমিল্লায় আসার কথা আমাকে বলেছিল। কিন্তু পরে সে আর আসেনি। বিষয়টি আমরা আনোয়ারা থানায় জিডির মাধ্যমে অবহিত করেছি। আমি আমার সন্তানের সন্ধান চাই। কেউ সন্ধান পেলে আমার নাম্বারে (০১৮২৪৭৯৭০৩৭) যোগাযোগ করার সনিবয় অনুরোধ করছি। আনোয়ারা থানা ওসি মনির হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। আমরা ছেলেটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছি। প্রেস বিজ্ঞপ্তি।