পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নৌকা যোগে কর্ণফুলী নদীতে স্বাগত জুলুস বের করা হয়। শুক্রবার জুমার নামাজের পর সদরঘাট থেকে জুলুসটি বের হয়ে শিকলবাহা বিদ্যুৎ, কালারপোল নদী, পুরাতন ব্রীজ, নতুন ব্রীজের নিচে এসে মিলাদ–কিয়াম ও দুআর মাধ্যমে সমাপ্ত হয়। স্বাগত জুলুসের প্রধান আয়োজক ছিলেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুবিন আত্তারী, চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শওকত আত্তারী, সহ–সভাপতি মুহাম্মদ কাউসার আত্তারী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আজাদ আত্তারী, কর্ণফুলী থানার সভপতি দেলোয়ার আত্তারী, পটিয়া থানার সভাপতি সহ বিভিন্ন ধর্মীয়–সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিঃসন্দেহে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। তাই রহমতের শুকরিয়া আদায়ের জন্য আমাদের অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।