মীর নাছিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল শনিবার চাতুরী চৌমুহনীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, মীর মোহাম্মদ নাসির উদ্দীন একজন কিংবদন্তি রাজনৈতিক নেতা। বিএনপির দুঃসময়ে তিনি কখনও হাল ছাড়েননি। তার হাত ধরে শত শত নেতাকর্মীর রাজনৈতিক বিকাশ ঘটেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আজীবন জাতীয়তাবাদী রাজনীতি করেছেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা ও দীর্ঘায়ু কামনা করেন। উপস্থিত ছিলেন মাস্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মন্‌জু, এম. মনসুর উদ্দিন, মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোহাম্মদ কাশেম, েমো.জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, আবদুল মঈন চৌধুরী, ছোটন, ফরিদুল আলম মিল্টন, ইউচুপ মাস্টার, আবদুল হক, মোহররম আলী, ইসমাইল তালুকদার, মো. লোকমান, মো. লিয়াকত, মো.আকতার, মো.সাদেক, মো. ইদ্রিস, আবু সালেহ, মামুন খান, নুরুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিনের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পাবেন বাংলাদেশিরা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা ও নাগরিক দুর্ভোগ লাঘবে হস্তক্ষেপ কামনা