প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সা.) এর ইহজগতে সৌর বার্ষিকী আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে মহান নবী দিবস উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ তরিকত পরিষদের সৌজন্যে ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস (সা.)’।
গতকাল শুক্রবার বাদ জুমা এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ঢাকা হাইকোর্ট মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন দরবারের আওলাদেপাক, পীর মাশায়েক ও নবী প্রেমিকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। এতে নবীজির আগমনী দিন ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করে বক্তারা বলেন, আজ মুসলমানদের জন্য এটি আনন্দের দিন। শান্তির বার্তা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এইদিন পৃথিবীতে আসেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দরবারের পীর ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। বক্তব্য দেন, গাজিপুর পাগাড়স্থ হায়দারী দরারের সাজ্জাদানশীন শাহছুফি সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার, বিটিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডেমরাস্থ চিশতীয়া খানকাহ শরিফের পরিচালক শাহ ছুফি মো. শামসুল আলম চিশতী (মা.), সহসভাপতি দ্বীন মোহাম্মদ চিশতী নিজামী, শরীয়তপুর মাছুমীয়া দরবারের সাজ্জাদানশীন মুফতি মোখতার রেজা মাছুমী, ঢাকার আশকোনা পাক পাঞ্জাতন দরবাররের পীর শায়েখ মোস্তাক আহমেদ মুজাহিদী পাঞ্জাতনী আল কাদরী, বিটিপি’র যুগ্ম সম্পাদক শাহ ছুফি হযরত আমিনুল এহসান ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক পীরজাদা সৈয়দ আব্দুল আলিম অভি আল কাদেরী আল বৈরাবরী, শাহসুফী খাজা নিজাম চিস্তি, মিলন পরদেশী (মা.), সৈয়দ আজিম হোসাইন চিস্তি, হযরত কদম আলী ফকির চিশতি, খাজা আলম, এস এমন ওরোজহীরা, কবি আসাদুজ্জামান, ছৈয়দ আবুল হাশেম শাহ মাইজভান্ডারী (মা.) প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।