চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব। তিনি গত ২৭ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) আয়োজিত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। তাছাড়া সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন। এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, লায়ন মো. আমান উল্লাহ, লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন এনামুল হক, মো. আলী আকবর, মো. ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস আলী, মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, দীপংকর দাশ বাবু, মো. জহিরুল ইসলাম, বাসু দেব, মো. পারভেজ রহমান, সাইমুন আল মুরাদ, মো. নুর হাসিব ইফরাজ, মো. সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু। প্রেস বিজ্ঞপ্তি।