চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে সরকারি সিটি কলেজ, চট্টগ্রামে ২দিনব্যাপী আইসিটি দক্ষতা অর্জন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এ জেড এম বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, জেলা রোভারের সহকারী কমিশনার ও কোর্স লিডার মোহাম্মদ ইকবাল হোসেন, উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল মোহাম্মদ ওমর ফারুক। বর্তমান সময়ে ক্যারিয়ার ডেভেলপ করতে প্রয়োজন সময়োপযোগী দক্ষতা। চ্যালেঞ্জ মোকাবেলায় রোভার স্কাউটদের আইসিটিতে ব্যাপক দক্ষতা অর্জনের জন্য এই কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ–কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এস এম হাবিব উল্লাহ হিরু, জেলা রোভারের আইসিটি উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফরিদুল আলম, সহযোজিত সদস্য বিইউএম এমরান চৌধুরী, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।