চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক যে সংস্কার তা করবে। এরপর নির্বাচিত সরকার অন্য সব সংস্কার করবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিবে। এখন সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করলে ২৪–এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে হবে। গত ২৭শে আগস্ট নয়াহাটস্থ ৩নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সদস্য নবায়ন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলকে সুসংগঠিত করার একটি কার্যকর উদ্যোগ। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। সাথে আগামী নির্বাচনে আমাদের দলের জন্য এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে পরিচালনা করতে হবে এবং এই কার্যক্রমে যেন কোন অনুপ্রবেশকারী অংশগ্রহন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান। সকল নেতাকর্মীকে জনগণের মন জয় করা যায় এমন কাজ করা এবং দেশবিরোধী দলবিরোধী কোন কার্যক্রমে নিজেকে না জড়ানোর নির্দেশ দেন। ৩নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সোলাইমান বাদশা সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, সদস্য জাফর আহমেদ, আশ্রাফুল ইসলাম, আবু ইউসুফ, বায়েজিদ বোস্তামী থানা বিএনপি নেতা মো. ইসমাইল, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আজিজ উদ্দিন মিন্টু, ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, অ্যাডভোকেট আকবর আলী, মহিলা দলের সভানেত্রী মনোয়ার বেগম হেনা, সাধারণ সম্পাদিকা নাসিমা আলম, আনিসুল ইসলাম বাবুল, মকবুল হোসেন, এমএইচডি চৌধুরী সেলিম, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবদুল করিম, আবছার উদ্দিন, হাজী দিদারুল আলম, আবদুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।