ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ২নং গেট এলাকায় গতকাল রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত ৯টার পর থেকে ভিপি নুরের গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েক শতাধিক নেতাকর্মী ও তাদের সমর্থক সড়কে টায়ার জ্বালিয়ে লাঠি হাতে এ বিক্ষোভ শুরু করেন।
এসময় নগরীর ব্যস্ততম ২নং গেট এলাকাসহ উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ২নং গেট মূল সড়ক বন্ধ হয়ে যাওয়ায় শতশত ছোট–বড় যানবাহন আটকা পড়ে। বিশেষ করে জিইসি, মুরাদপুর, প্রবর্তক ও টেকনিক্যাল মোড় থেকে ২নং গেটমুখী সব যান চলাচল বন্ধ থাকে। যান চলাচল বন্ধ থাকায় সড়কের চতুর্পাশে যানজট দেখা দেয়। কোনো যানবাহন এলে বিক্ষোভকারীরা এসব যানবাহন ফিরিয়ে দেন। তবে সাড়ে ১১টা পর্যন্ত সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীসহ পথচারীরা সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিক্ষোভ চলাকালীন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহেদুল ইসলাম আজাদীকে বলেন, আমাদের গণঅধিকার পরিষদের সভাপতি নুর ভাইয়ের ওপর যেভাবে ন্যক্কারজনক ভাবে হামলা চালানো হয়েছে–তার প্রতিবাদে আমরা চট্টগ্রামের ২ নং গেটে রাত ৯টার পর থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। আগামীকাল (আজ শনিবার) দুপুর ১২টা থেকে আমরা ২ নম্বর গেটে ব্লকেড কর্মসূচি পালন করবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের সভাপতি নুর ভাইয়ের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম বলেন, আমাদের নেতা ভিপি নুর ভাইয়ের ওপর এ নৃশংস হামলার ঘটনায় জড়িতদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গতকাল রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদ নেতা–কর্মীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃক্সখলাবাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনের নেতাকর্মীরা আহত হন।
এদিকে ভিপি নুর ও অন্যান্য নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নম্বর গেটে আজকের ব্লকেড কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম মহানগর পূর্ণ সংহতি রয়েছে জানিয়ে গতকাল রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।