গোসলে নামে তিন বোন, লাশ হয়ে ফিরল একজন

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমেছিল তিন কিশোরী বোন। এরমধ্যে দুজন আপন বোন ও অপরজন তাদের আপন খালাতো বোন। তারা নদীতে নামার সাথে সাথেই তলিয়ে যাচ্ছিল। এ সময় একজন সাঁতরিয়ে কূলে ভিড়তে পারলেও অপর দুইজন তলিয়ে যায়। এই অবস্থায় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দ্রুত নদীতে নেমে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও অপরজন নিখোঁজ হয়ে পড়ে।

গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে। এরপর থেকে স্থানীয় লোকজন ও জেলে নদীতে জাল ফেলাসহ বিভিন্ন কায়দায় নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চালালেও কোনো ফল আসেনি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল পৌনে ৫টার দিকে নদীতে নেমে তল্লাশি চালিয়ে একই স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয় নিখোঁজ কিশোরীর নিথর দেহ। হতভাগ্য কিশোরীর নাম শিখা আক্তার পিংকী (১৫)। সে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারাস্থ মৌলভীর চর গ্রামের মো. আনোয়ার হোসেনের কন্যা এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিন বোন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামের আবছার উদ্দিনের কন্যা আছমা আক্তার (১৬), তার ছোট বোন তাসফিয়া (১২) এবং খালাতো বোন শিখা আক্তার পিংকী (১৫) বাড়ির কাছে মাতামুহুরী সেতুর পাশে নদীতে গোসল করতে নামে। এ সময় তিনজনই নদীর চোরাবালিতে তলিয়ে যাচ্ছিল। তখন একজন দ্রুত সাঁতরিয়ে কূলে ভিড়তে সক্ষম হয়। একই সময় আরেকজনকে দ্রুত নদীতে নেমে টেনে উদ্ধার করে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। কিন্তু পিংকী একেবারে চোরাবালিতে তলিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।

এদিকে পিংকী নিখোঁজ হওয়ার পর থেকে নদীর তীরে স্বজনসহ উৎসুক লোকজন ভিড় জমায়। বিকেল চারটার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা একদল ডুবুরি নিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে নদীতে নামার প্রস্তুতি নেয়। পৌনে পাঁচটার দিকে নদীতে নেমে তল্লাশি চালাতেই ডুবুরি দলের হাতে ধরা দেয় নিখোঁজ পিংকীর মরদেহ।

এই বিষয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. দিদারুল ইসলাম জানান, নদীতে গোসল করতে নেমে তিন কিশোরী তলিয়ে যাওয়া পরবর্তী দুইজনকে জীবিত উদ্ধার ও অপর কিশোরী নিখোঁজ থাকার বিষয়টি অবগত হওয়ার পর চট্টগ্রামে খবর পৌঁছানো হয় ডুবুরি দল প্রেরণ করতে। ডুবুরি দলটি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই চকরিয়ায় পৌঁছায়। এরপর নিখোঁজ কিশোরীকে উদ্ধারে নদীতে নামে। মূলত ওই কিশোরী চোরাবালিতে আটকা পড়েছিল।

চকরিয়ার বদরখালী নৌপুলিশের ওসি আবুল কাশেম জানান, কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে মারা যাওয়া স্কুল ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেল ২ তরুণ
পরবর্তী নিবন্ধএনসিটিতে একদিনে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড