রাউজানে বিভিন্ন অভিযোগে ৪২ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া পথেরহাটে কয়েকটি মিষ্টিজাত পণ্যের দোকানে ও কাপ্তাই সড়কে অভিযান চালিয়ে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ, সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। জানা যায়, অভিযানকালে ওজনে কম, বিএসটিআই সনদ না থাকাসহ ভোক্তা অধিকার আইন লঙ্গিত হওয়ায় পিউরিয়া, লন্ডন সুইটস ও প্রদীপ মিষ্টি ভান্ডারকে আইনের সুনিদিষ্ট ধারায় ৩ মামলায় অর্থদণ্ড দেয়া হয়। একই দিনে কাপ্তাই সড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের অর্থদণ্ড করা হয়।

এদিন অভিযানে সর্বমোট সাড়ে ৪২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধএনসিএলের সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধদক্ষিণ অস্ট্রেলিয়ায় বিপক্ষে ১১৪ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল