চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার নার্সিং সাব–কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীরের সভাপতিত্বে নার্সিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক ডা. মো. নূরুল হক, ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ ও নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানী দাশ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধু চট্টগ্রাম নয় সারাদেশে অত্যন্ত পরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান। নার্সিং ছাত্র–ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, নার্সিং একটি অত্যন্ত মহৎ পেশা। এই পেশাকে মর্যাদার সাথে দেখতে হবে। দেশে এবং বিদেশে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। সেই লক্ষ্যে নিজেদের স্কিল নার্স হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, নার্সিং সেবার উন্নয়ন হলে এটি স্বাস্থ্য সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নার্সদের রোগীদের সাথে মানবিক ও ভালো ব্যবহার করার জন্য অনুরোধ জানান। শেষে নার্সিং ছাত্র–ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের পক্ষে বক্তব্য রাখেন প্রান্তি মালাকার ও নার্সিং কলেজের পক্ষে অনন্যা দাশ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জান্নাতুল মাওয়া নিমীল, জান্নাতুল নাইমা। প্রেস বিজ্ঞপ্তি।