আজ নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বরেণ্য চিকিৎসক এবং চট্টগ্রাম মেজিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. এল এ কাদেরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে

প্রফেসর কাদেরীর রুহের মাগফেরাত কামনায় হাটহাজারীর নিজ গ্রাম ফটিকা এবং মোহরা খানকায়ে কাদেরীয়া মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পুত্র, কন্যা ও পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, প্রফেসর এল এ কাদেরী আমৃত্যু চট্টগ্রাম মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে গিয়েছেন। তিনি বিএমএ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহের সূচনালগ্ন থেকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণে ভর্তি শুরু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসছিল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ