চট্টগ্রাম মহানগরীর পাহাড়–টিলা সংরক্ষণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে চিটাগং ডেভেলপমেন্ট ফোরাম। চট্টগ্রামের প্রশাসনকে নির্দেশ দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে সেই দাবি জানায় চিটাগং ডেভেলপমেন্ট ফোরাম নামক সংগঠনটি। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
চিটাগং ডেভেলপমেন্ট ফোরামের মূখপাত্র মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, প্রাচ্যের রাণীখ্যাত চট্টগ্রামে গত দুই দশক ধরে নির্বিচারে পাহাড় নিধন হয়েছে। গায়েব হয়ে গেছে চট্টগ্রামের ৮০ শতাংশ পাহাড়। পাহাড় রক্ষার দায়িত্বে থাকা সরকারের সংস্থাসমূহ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বর্ষা এলে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ পরিবার সরানোর নামে দেখানো হয় দু–একটি অভিযান। পাহাড় কাটার তথ্য গণমাধ্যমে প্রচারিত হলে কিংবা নিতান্তই কোনো প্রেশার গ্রুপের চাপাচাপির কারণে অভিযান চলে। কিন্তু নীরবে চলে পাহাড়–টিলা নিধন। গত ২৭ আগস্ট জাতীয় একটি দৈনিকে (স্মারকলিপির সাথে সংযুক্ত) একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে পাহাড় কাটার যে তথ্য ফুটে ওঠেছে তা আঁতকে ওঠার মতো। চট্টগ্রাম শহরের পাহাড় ছাড়াও শহরতলী বিশেষ করে সীতাকুণ্ডের ছলিমপুর, আলী নগর এলাকায় সশস্ত্র পাহারা দিয়ে পাহাড় কাটা হচ্ছে। এসব এলাকার পাহাড়গুলোর মালিক সরকার। কারণ পাহাড় এক নম্বর খাস খতিয়ানভুক্ত। স্মারকলিপিতে পাহাড়খেকোদের হাত থেকে এসব পাহাড় রক্ষায় মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। এসময় সংগঠনের মূখপাত্র মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।