সাতকানিয়ায় যথাযথ ডিগ্রি ছাড়া দন্ত চিকিৎসা দেওয়ার অপরাধে তিনটি ডেন্টাল কেয়ারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা আদায় করা দুটি ডেন্টাল কেয়ার সিলগালা করে দেওয়া হয়েছে। গত বুধবার রাতে সাতকানিয়া থানার নিকতবর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, সাতকানিয়া থানার পাশে ডিগ্রি ছাড়া দন্ত চিকিৎসা দেওয়ার অপরাধে মিজান ডেন্টালকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়েছে। কালি বাড়ি সংলগ্ন মডার্ন ডেন্টালকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। এছাড়া মেয়র গলির জননী ডেন্টালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, যথাযথ ডিগ্রি ছাড়া দন্ত চিকিৎসা দেওয়ার অপরাধে তিনটি ডেন্টাল কেয়ারকে জরিমানা করা হয়েছে এবং জরিমানাপ্রাপ্ত দুটি ডেন্টাল কেয়ারকে সিলগালা করে দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা লোকজন প্রতারিত হওয়ায় এ জরিমানা ও সিলগালা করা হয়েছে।










