রাঙ্গামাটি জেলায় বসবাসকারি অহমিয়া (আসাম) জনগৌষ্ঠীকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী উপহার দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। অহমিয়া সমপ্রদায় যাতে নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী উপহার দিসেবে প্রদান করেছেন বলে জানা গেছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, আধুনিকতার যুগে পার্বত্য জেলায় বসবাসকারি অনেক সমপ্রদায় তাদের নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে পারছে না। অনেকে তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় নিজেদেরমত করে সাংস্কৃতিক কর্মকান্ড এবং ঐতিহ্যময় খেলাধুলাও করতে পারছেনা। তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি সকল সমপ্রদায় যাতে নিজেদের ঐতিহ্য ও কৃষ্টি ধরে রাখতে পারে এবং লালন করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সমপ্রদায়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এপর্যন্ত কয়েকটি সমপ্রদায়কে এভাবে উপহার দেওয়া হয়েছে। আরো যারা বাকি আছে পর্যায়ক্রমে তাদেরকেও অনুরুপভাবে উপহার সামগ্রী প্রদান করা হবে বলেও জেলা প্রশাসক জানান।












